আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
লোকসংবাদ ডেস্কঃ করোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী সাব রেজিস্ট্রারের অফিসের সামনে থেকে শুক্রবার সকালে অজ্ঞাত এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ।
চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই জিসান আহম্মদ জানান, সকালে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।