লোকসংবাদ প্রতিবদেন
নোয়াখালীর সেনবাগ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাতে খুন হয়েছে চাচা। শুক্রবার সকাল ৭টার দিকে ছাতারপাইয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গাবতল মিজি বাড়ির মৃত আজহার আলীর ছেলে আবুল খায়ের (৫৫)।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাটি কাটার টুকরি নিয়ে আবুল খায়ের সাথে তাঁর আপন ভাতিজা হেদায়েত উল্যা ও মোহাম্মদ উল্যার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেদায়েত ও মোহাম্মদ উল্যা চাচাকে মারধর করে। তাদের আঘাতে ঘটনাস্থলেই চাচা আবুল খায়ের মারা যায়। পরে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে আসলে দুই ভাই পালিয়ে যায়। মৃত আজহারের পরিবারের লোকজন ও স্থানীয়রা সেনবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান আলী আবুল খায়ের খুন হওয়ার খবর নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
#
মতামত
হা বী ব ই ম ন
রোহিঙ্গাদের হাতে নষ্ট হবে নোয়াখালী!
ছোট্ট একখান শহর। এক রাস্তার শহর। শুনশান-শান্ত একটি শহর। সেই শহরের ছোট্ট একটি ছেলে আমি। যদি এ জীবনে ভালো কিছু অর্জন করতে পারি, এ শহরের মানুষগুলোর কাছে থেকে এ শিখেছি। আজ প্রয়োজনে অপ্রয়োজনে, বাস্তবতা-অবাস্তবতায় এ শহর থেকে অনেক দূরে এসেছি। কল্পনায়-আবেগে এখনো মন পড়ে থাকে এ শহরের দিকে। ছটফট করি কখন বাড়ি যাবো, কখন এ প্রিয় শহরে দাপিয়ে বেড়াবো, প্রিয় মুখগুলো শ্রীদর্শন হবে, অপেক্ষায় থাকি।
[বিস্তারিত]

মতামত
নোয়াখালী বিভাগ চাই
আবদুল্লাহ আল মামুনবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৮২১ সালে সৃষ্ট অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম‘নোয়াখালী’। এ জেলায় জন্মেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সেনানী বীরশ্রেষ্ঠ রহুল আমিনসহ অনেক ব্যক্তিত্ব, যাঁরা নিজ কর্মে কীর্তিমান।
বৃহত্তর জেলা সিলেট ও বরিশাল এবং রংপুর বিভাগ হলেও প্রাচীন এই জেলাটিএখনও বিভাগ হয়নি। বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক।
[বিস্তারিত]
