বুধবার নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী গোলাবাড়ীয়াস্থ এন.এ. চৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে এন.এ. চৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরী অধ্যক্ষ কাজি আনোয়ারুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সরকার আবুল কালাম আযাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানে পরিচালক হায়াত খান ফরহাদ ও সাইফুল্যাহ কামরুল।
সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়দের মাঝে পুরুস্কার বিতর করেন লিজা মারলিন খান ও আলহাজ্জ আবুল খায়ের। প্রধান অতিথি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সরকার আবুল কালাম আযাদ বলেন-আমাদের শিশুদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে, যাতে করে তারা আগামী দিনে সমাজে যোগ্য নেতৃত্ব দিতে পারে। তার জন্য প্রত্যেক অভিভাবকদেরকে দায়িত্ব নিতে হবে।
এর পরে তিনি বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতার ৭৫জন বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন। নিজস্ব শিল্পীদের পরিবেশনা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে বিপুল দর্শক সমাগম ঘটে।
মতামত
হা বী ব ই ম ন
রোহিঙ্গাদের হাতে নষ্ট হবে নোয়াখালী!
ছোট্ট একখান শহর। এক রাস্তার শহর। শুনশান-শান্ত একটি শহর। সেই শহরের ছোট্ট একটি ছেলে আমি। যদি এ জীবনে ভালো কিছু অর্জন করতে পারি, এ শহরের মানুষগুলোর কাছে থেকে এ শিখেছি। আজ প্রয়োজনে অপ্রয়োজনে, বাস্তবতা-অবাস্তবতায় এ শহর থেকে অনেক দূরে এসেছি। কল্পনায়-আবেগে এখনো মন পড়ে থাকে এ শহরের দিকে। ছটফট করি কখন বাড়ি যাবো, কখন এ প্রিয় শহরে দাপিয়ে বেড়াবো, প্রিয় মুখগুলো শ্রীদর্শন হবে, অপেক্ষায় থাকি।
[বিস্তারিত]

মতামত
নোয়াখালী বিভাগ চাই
আবদুল্লাহ আল মামুনবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৮২১ সালে সৃষ্ট অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম‘নোয়াখালী’। এ জেলায় জন্মেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সেনানী বীরশ্রেষ্ঠ রহুল আমিনসহ অনেক ব্যক্তিত্ব, যাঁরা নিজ কর্মে কীর্তিমান।
বৃহত্তর জেলা সিলেট ও বরিশাল এবং রংপুর বিভাগ হলেও প্রাচীন এই জেলাটিএখনও বিভাগ হয়নি। বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক।
[বিস্তারিত]

প্রধান পাতা
এন.এ. চৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান
এন.এ. চৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান
- ফেসবুক মন্তব্য