লোকসংবাদ প্রতিবেদন
সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে শুক্রবার নোয়াখালীতে মানববন্ধন করে উদীচী শিল্পিগোষ্ঠী।
সাড়ে ১০টায় নোয়াখালী টাউন হল মোড়ে ঘনাটাব্যপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর জেলা শাখার সভাপতি বিমলেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক মোরশেদা ডেইজি, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সাধারণ সম্পাদক অ্যডভোকেট এমদাদ হোসেন কৈশোর।
বক্তারা সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার এবং যুদ্ধাপরাধিদের চলমান বিচার কার্য দ্রুত সম্পন্ন করে জাতীকে কলঙ্কমুক্ত করার দাবি জানান।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
