নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের A গ্রুপের ভর্তি পরীক্ষা আগামী ২৫ ডিসেম্বর ২০১২ মঙ্গলবার সকাল ১১.৩০ থেকে ১.০০টায়, B গ্রুপের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর ২০১২ সকাল ১১.৩০ থেকে ১২.৩০টা এবং C গ্রুপের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর ২০১২ বুধবার বিকেল ২.৩০ থেকে ৩.৩০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এ বছর ১৪টি বিভাগের ৮৬০টি আসনের বিপরীতে সর্বমোট ২০,০৬৪ জন প্রার্থী আবেদন করে। ভর্তি পরীক্ষা আসন-বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানার জন্য ০১৭১১২৮৪৯১০ এবং ওয়েব সাইট www.nstu.edu.bd যোগাযোগ করা যাবে।
পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ২০ মিনিট পূর্বে তার নির্ধারিত হলে প্রবেশ করতে এবং প্রত্যেক পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার দিন HSC বা সমমান এর মূল রেজিস্ট্রেশন কার্ডের দুই কপি সত্যায়িত ফটোকপি এবং দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সঙ্গে আনতে বলা হয়েছে।
মতামত
হা বী ব ই ম ন
রোহিঙ্গাদের হাতে নষ্ট হবে নোয়াখালী!
ছোট্ট একখান শহর। এক রাস্তার শহর। শুনশান-শান্ত একটি শহর। সেই শহরের ছোট্ট একটি ছেলে আমি। যদি এ জীবনে ভালো কিছু অর্জন করতে পারি, এ শহরের মানুষগুলোর কাছে থেকে এ শিখেছি। আজ প্রয়োজনে অপ্রয়োজনে, বাস্তবতা-অবাস্তবতায় এ শহর থেকে অনেক দূরে এসেছি। কল্পনায়-আবেগে এখনো মন পড়ে থাকে এ শহরের দিকে। ছটফট করি কখন বাড়ি যাবো, কখন এ প্রিয় শহরে দাপিয়ে বেড়াবো, প্রিয় মুখগুলো শ্রীদর্শন হবে, অপেক্ষায় থাকি।
[বিস্তারিত]

মতামত
নোয়াখালী বিভাগ চাই
আবদুল্লাহ আল মামুনবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৮২১ সালে সৃষ্ট অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম‘নোয়াখালী’। এ জেলায় জন্মেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সেনানী বীরশ্রেষ্ঠ রহুল আমিনসহ অনেক ব্যক্তিত্ব, যাঁরা নিজ কর্মে কীর্তিমান।
বৃহত্তর জেলা সিলেট ও বরিশাল এবং রংপুর বিভাগ হলেও প্রাচীন এই জেলাটিএখনও বিভাগ হয়নি। বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক।
[বিস্তারিত]

প্রধান পাতা
চলতি সংবাদ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৫ ও ২৬ ডিসেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৫ ও ২৬ ডিসেম্বর
- ফেসবুক মন্তব্য