লোকসংবাদ রিপোর্ট:
নোয়াখালীতে মানববন্ধন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নারীর বিরুদ্ধে সকল প্রকার নির্যাতন ও বৈষম্যের প্রতিবাদ জানানো হয়েছে।
রোববার সকালে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও উন্নয়ন সংস্থা এনআরডিএস এই কর্মসূচীর আয়োজন করে।
নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিআরডিবি মিলনায়তনে ”জেগে উঠো নারী-পুরুষ নির্যাতনের বিরুদ্ধে” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য প্রচারাভিযান- সুপ্র’র জাতীয় কমিটির সভাপতি আবদুল আউয়াল, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি সভাপতি শিরিন আক্তার, নারী নেত্রী পপি রহমান, রৌশন আক্তার লাকি, সংস্কৃতজন এমদাদ হোসেন কৈশোর, নুরুল আলম মাসুদ প্রমুখ। বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে তৃণমূল শিল্পীরা নারী নির্যাতন বিরোধী গণসংগীত পরিবেশন করেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
