নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান
বর্ণাঢ্য কর্মজীবনে অধ্যাপক মোস্তাফিজুর রহমান নোয়াখালী সরকারী কলেজ, লক্ষ্মীপুর সরকারী কলেজ ও কবিরহাট সরকারী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ সহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি নোয়াখালী জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী, নোবিপ্রবি’র উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী, নোয়াখালী প্রেসকাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কিরন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ইউসুফ মিঞা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ, এনআরডিএস'র নির্বাহী প্রধান আবদুল আউয়াল গভীর শোক প্রকাশ করেন।