নোয়াখালীর চাটখিল উপজেলার উত্তর রাম নারায়নপুর গ্রামে রোববার রাতে দুর্বৃত্তদের গুলিতে মো. হাসান(৪৮) নামে হত্যা মামলার এক আসামী নিহত হয়েছে।
রাত দশটার দিকে স্থানীয় চা দোকানের সামনে মটর সাইকেলযোগে চারজন মুখোশধারী দুর্বৃত্ত এসে হাসানের ওপর গুলি চালালে ঘটনাস্থলে সে মারা যায়।
চাটখিল থানার ওসি নাজমুল হক জানান, কারা কিজন্যে এই হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত হতে পারছেনা। তবে হাসানের বিরুদ্ধে থানায় পুলিশ হত্যা ও ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।
লাশ ময়না তদন্তের জন্যে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
