নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গবার সকালে সবার জন্য খেলা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অলেম্পিক এসোসিয়েশন ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সেমিনারে সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ অলেম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু, পরিচালক ও সিইও কর্ণেল মো. ওয়ালী উল্লাহ (অব:), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল হাসান।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
