পৌর নির্বাচনে নোয়াখালীর সাতটি পৌরসভার ৮৮টি কেন্দ্রের মধ্যে ৪৪টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ সব কয়টি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া চারটি পৌরসভায় ইতিমধ্যে সেনাবাহিনী ও দুইটিতে বিজিবি ও একটিতে নৌবাহিনী ও কোষ্টগার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে, জেলার সাতটি পৌরসভার মধ্যে নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ১০টি, চৌমুহনীর ১৮টির মধ্যে ৬টি, কবিরহাটের ৯টির মধ্যে ৩টি, বসুরহাটের ৯টির মধ্যে ৫টি, হাতিয়ার ৯টির মধ্যে ৭টি এবং সেনবাগ পৌরসভার ৯টির মধ্যে ৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং বাকি কেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়।
পুলিশ সুপার হারুন-উর-রশীদ হাযারী জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ পুলিশের একজন অফিসার ও পাঁচজন কনষ্টেবল, লাঠি হাতে ছয়জন পুরুষ ও ছয়জন মহিলা আনসার সদস্য; আর সাধারণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ পুলিশের একজন অফিসার ও চারজন কনষ্টেবল, লাঠিহাতে ছয়জন পুরুষ ও ছয়জন মহিলা আনসার সদস্য মোতায়েন করা হবে।
#
মতামত
হা বী ব ই ম ন
রোহিঙ্গাদের হাতে নষ্ট হবে নোয়াখালী!
ছোট্ট একখান শহর। এক রাস্তার শহর। শুনশান-শান্ত একটি শহর। সেই শহরের ছোট্ট একটি ছেলে আমি। যদি এ জীবনে ভালো কিছু অর্জন করতে পারি, এ শহরের মানুষগুলোর কাছে থেকে এ শিখেছি। আজ প্রয়োজনে অপ্রয়োজনে, বাস্তবতা-অবাস্তবতায় এ শহর থেকে অনেক দূরে এসেছি। কল্পনায়-আবেগে এখনো মন পড়ে থাকে এ শহরের দিকে। ছটফট করি কখন বাড়ি যাবো, কখন এ প্রিয় শহরে দাপিয়ে বেড়াবো, প্রিয় মুখগুলো শ্রীদর্শন হবে, অপেক্ষায় থাকি।
[বিস্তারিত]

মতামত
নোয়াখালী বিভাগ চাই
আবদুল্লাহ আল মামুনবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৮২১ সালে সৃষ্ট অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম‘নোয়াখালী’। এ জেলায় জন্মেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সেনানী বীরশ্রেষ্ঠ রহুল আমিনসহ অনেক ব্যক্তিত্ব, যাঁরা নিজ কর্মে কীর্তিমান।
বৃহত্তর জেলা সিলেট ও বরিশাল এবং রংপুর বিভাগ হলেও প্রাচীন এই জেলাটিএখনও বিভাগ হয়নি। বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক।
[বিস্তারিত]
