নোয়াখালী সাংবাদিক ইউনিটির কার্যনিবার্হী কমিটির দ্বি বার্ষিক (২০১১-২০১২) নির্বাচনে দিগন্ত টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল বিনা প্রতিদ্বন্ধীতা পুনরায় সভাপতি নিবাচিত হয়েছে।
৩০ ডিসেম্বর রাতে সাংবাদিক ইউনিটির অফিসে দ্বি-বার্ষিক সাধারণ সভায় শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিটির সিনিয়র সদস্য দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি হরলাল ভৌমিক নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তাকে সহযোগিতা করেন ইউনিটির সদস্য ও দৈনিক প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান।
নির্বাচিত অন্যআন্য কর্মকর্তারা হচ্ছেন সহ সভাপতি এম.এস জামাল দৈনিক দিনকাল,সাধারণ সম্পাদক এটি.এস দ্বীন মোহাম্মদ বাংলাদেশ অবজারভার,যুগ্ম সম্পদক মোহাম্মদ জামালউদ্দিন দৈনিক সংগ্রাম, কোষাধক্ষ প্রদীপ কুমার সেন দৈনিক জনতা,
কার্যনিবার্হী কমিটির সদস্য
গিয়াস উদ্দিন ফরহাদ দৈনিক জনকন্ঠ, ডা.মোহাম্মদ হানিফ ভুঁইয়া দৈনিক নয়া দিগন্ত,মো.মাসুদ পারভেজ এন.টি.ভি/ভোরের কাগজ, এম.জি.বাবর দৈনিক মুক্তকন্ঠ, মাহমুদুল হাসান রুদ্র মাসুদ দৈনিক সমকাল, আবুল কালাম আজাদ ভুঁইয়া দৈনিক আমার দেশ, মিজানুর রহমান দৈনিক যায়যায়দিন ও আনোয়ারুল করিম মানিক দৈনিক আমাদের সময়।
মতামত
হা বী ব ই ম ন
রোহিঙ্গাদের হাতে নষ্ট হবে নোয়াখালী!
ছোট্ট একখান শহর। এক রাস্তার শহর। শুনশান-শান্ত একটি শহর। সেই শহরের ছোট্ট একটি ছেলে আমি। যদি এ জীবনে ভালো কিছু অর্জন করতে পারি, এ শহরের মানুষগুলোর কাছে থেকে এ শিখেছি। আজ প্রয়োজনে অপ্রয়োজনে, বাস্তবতা-অবাস্তবতায় এ শহর থেকে অনেক দূরে এসেছি। কল্পনায়-আবেগে এখনো মন পড়ে থাকে এ শহরের দিকে। ছটফট করি কখন বাড়ি যাবো, কখন এ প্রিয় শহরে দাপিয়ে বেড়াবো, প্রিয় মুখগুলো শ্রীদর্শন হবে, অপেক্ষায় থাকি।
[বিস্তারিত]

মতামত
নোয়াখালী বিভাগ চাই
আবদুল্লাহ আল মামুনবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৮২১ সালে সৃষ্ট অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম‘নোয়াখালী’। এ জেলায় জন্মেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সেনানী বীরশ্রেষ্ঠ রহুল আমিনসহ অনেক ব্যক্তিত্ব, যাঁরা নিজ কর্মে কীর্তিমান।
বৃহত্তর জেলা সিলেট ও বরিশাল এবং রংপুর বিভাগ হলেও প্রাচীন এই জেলাটিএখনও বিভাগ হয়নি। বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক।
[বিস্তারিত]

প্রধান পাতা
চলতি সংবাদ
নোয়াখালী সাংবাদিক ইউনিটির কার্যনিবার্হী কমিটির দ্বি বার্ষিক (২০১১-২০১২) নির্বাচনে সাইফুল্যাহ কামরুল বিনা প্রতিদ্বন্ধীতা পুনরায় সভাপতি নিবাচিত । এটি.এস দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক
নোয়াখালী সাংবাদিক ইউনিটির কার্যনিবার্হী কমিটির দ্বি বার্ষিক (২০১১-২০১২) নির্বাচনে সাইফুল্যাহ কামরুল বিনা প্রতিদ্বন্ধীতা পুনরায় সভাপতি নিবাচিত । এটি.এস দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক
- ফেসবুক মন্তব্য