নোয়াখালী জেলা কারাগারে রোববার সকালে মানিক (৪০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু হয়েছে। মানিক লক্ষ্মীপুর সদর উপজেলার আমানী লক্ষ্মীপুর গ্রামের মৃত সৈয়দ আহম্মেদের ছেলে।
জেলা কারা তত্বাবধায়ক মো. সাইদ হোসেন জানান, গত ৭ মাস পূর্বে লক্ষ্মীপুর জেলায় পুলিশের দায়ের করা আইন শৃঙ্খলা ভঙ্গের একটি মামলায় আদালত মানিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল।
গত শনিবার রাতে মানিক প্রচন্ড বুকে ব্যাথা অনুভব করছে বলে অবহিত করলে কারা কর্তৃপক্ষকে দ্রুত তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান রোববার সকালে তার মৃত্যু হয়। বিকেলে কারা কর্তৃপক্ষ মানিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।

- ফেসবুক মন্তব্য