
শেয়ার বাজারে অব্যাহত দরপতনের ঘটনায় নোয়াখালীতে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করেছে বিনিয়োগকারীরা। দুপুর ২টার দিকে জেলা শহরের দুইটি ব্রোকার হাউজ আইল্যান্ড সিকিউরিটিজ ও সগির এন্ড কোং থেকে শতাধিক বিনিয়োগকারী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন আরিফ হোসেন, নুর আলম চৌধুরী, মোঃ সিরাজ উদ্দিন ও আবদুর রব।
বক্তারা শেয়ার বাজারের অব্যাহত দরপতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁরা বেকারত্ব ঘুচাতে পরিবারের জমি বন্ধক, স্বর্ণালঙ্কার বিক্রি করে শেয়ার বাজারে বিনিয়োগ করে এখন পথে বসার অবস্থা।
মিছিল ও সমাবেশ চলাকালে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অর্থমন্ত্রীর পদত্যাগ ও ডিএসসির চেয়ারম্যানের অপাসরণ দাবি করে বিভিন্ন শ্লোগান দেন। এসময় তাঁরা জুতা প্রদর্শন করে।