নোয়াখালীতে আজ থেকে (৭ ডিসেম্বর) শুরু হচ্ছে ১১ দিনব্যাপী মক্তিযুদ্ধের বিজয় মেলা। বিকাল ৪টায় নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
মেলায় প্রতি দিনের আয়োজনের মধ্যে থাকছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা, গণসংগীত, নৃত্য, আবৃত্তি, যাত্রা, নাটক এবং শতাধিক ষ্টলে দেশীয় পণ্যের প্রদর্শন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
