
নানা কর্মসুচীর মধ্যদিয়ে নোয়াখালীতে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। রাত ১২টা ০১মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মারনিক স্তম্ভে জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী প্রেসক্লাব, টেলিভিশন রিপোর্টাস ইউনিটি, নোয়াখালী সাংবাদিক ইউনিটিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুস্পস্তবক অর্পণ করেন। এসময় শহীদরে প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নামে সেখানে।
এছাড়া গতকাল সকালে শহীদ ভুলু ষ্টেডিয়ামে কুছকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে জেলা শহরে বিজয় শোভাযাত্রা বের করা হয়। ভোর থেকে বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধের গান, কবিতা ও আবৃতি অনুষ্ঠান চলতে থাকে। বেলা এগারটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়।