চরাঞ্চলের প্রান্তিক মানুষের অধিকার ও দাবি আদায়ের উদ্দেশ্যে গত ৯ ডিসেম্বর সোন্দলপুর ইউনিয়নে এক সংহতি কমিটি গঠিত হয়েছে। সভায় প্রান্তিক সংহতি কমিটির সভাপতি নির্বাচিত হন বদরুদ্দোজা চৌধুরী, সহ সভাপতি বেচু মিয়া ও আনোয়ারা বেগম, সম্পাদক জনাব আবুল খায়ের, যুগ্ম সম্পাদক শামীমুর রহমান এবং সদস্য নির্বাচিত হন আব্দুর রব ও শামছুর নাহার। কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম।
প্রান্তিক জনগের পক্ষে সভায় বক্তব্য রাখেন সোন্দলপুর প্রান্তিক কৃষক এসোসিয়েশনে সভাপতি বেচু মিয়া, কোষাধক্ষ্য মো: জহির এবং কবিরহাট প্রেসক্লাবের সভাপতি।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম প্রান্তিক জনগণের বিদ্যমান সমস্যা সমূহ সমাধানের সর্বাত্বক চেষ্টা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।