
মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ, তাঁদের আত্মার মাগফিরাত কামনা ও তাঁদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির মধ্য দিয়ে নোবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে গতকাল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ নভেম্বর তথা জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বিকেল ৩টায় আয়োজন করা হয় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের।
নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ারুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এফআইএমএস বিভাগের প্রভাষক জনাব মোঃ মফিজুর রহমান, ইংরেজী বিভাগের চেয়ারম্যান জনাব আফসানা মৌসুমী, হিসাব পরিচালক ও মুক্তিযোদ্ধা জনাব আবদুল জলিল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব আবদুল্লাহ-আল মামুন এবং শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মোহাম্মদ ইউসুফ মিয়া। আলোচনা সভায় ট্রেজারার প্রফেসর মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাঈনউদ্দিন আহমদ চৌধুরীসহ বিভিন্ন বিভাগ ও দফতরের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় চার নেতার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিশেষে তাজউদ্দীন আহমদের উপর একটি প্রামাণ্য ডকুমেন্টরী ফিল্ম প্রদর্শন করা হয়।