নোয়াখালীতে বৃহস্পতিবার সকালে জাতীয় যুব জোটের ব্যানারে ইভ টিজিং বিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
সকাল ১০টা থেকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাছের মঞ্জুর সভাপতিত্বে সামাবেশে বক্তব্য রাখেন সুপ্র’র জাতীয় কমিটির সভাপতি আবদুল আউয়াল, নোয়াখালী প্রেক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাংবাদিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি মোল্লা হাবিবুর রাছুল মামুন, জাসদের উপদেষ্ঠা মণ্ডলীর সদস্য সলিম উল্লা, জাতীয় কমিটির সদস্য নুর আলম চৌধুরী পারভেজ, জেলা জাসদের সেক্রেটারি এডভোকেট আজিজুল হক বকসী, সিপিবির সেক্রেটারি জাফর উল্লাহ বাহার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক এমদাদ হোসেন কৌশর, টিভি রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মেজবাহ উল হক মিঠু ও সাংবাদিক জামাল হোসেন বিষাদ।
সমাবেশে বক্তারা ইভ টিজিং প্রতিরোধে সম্মিলিত সামাজিক শক্তি ও কার্যকর আইন প্রণয়নের প্রতি গুরুত্বারোপ করেন।