দৈনিক যায়যায়দিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি সাঈদ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ, প্রকাশক আবুল হাসান মো. আল-ফারুক ও ভ্রাম্যমান প্রতিনিধির বিরুদ্ধে গত রোববার চাঁপাইনবাবগঞ্জ আদালতে সংসদ সদস্য ওদুদ আলীর মামলা দায়েরের ঘটনায় নোয়াখালীতে প্রতিবাদ সভা ও বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হয়েছে।
বুধবার সকালে জেলা শহরের সাপ্তাহিক নয়াসংবাদ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু।
বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, সদস্য নাসির উদ্দিন মাহমুদ বাদল, জাসদের উপদেষ্টা সলিম উল্যা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের, সাধারন সম্পাদক এডভোকেট কাউসার নিয়াজী, আমান উল্লাপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান নূর রহমান, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিম, সাপ্তাহিক নয়া পৃথিবী সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক নয়া সংবাদের বার্তা সম্পাদক আবদুশ শাকুর হান্নান।
বক্তাগণ অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে মামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, জেজেডি ফ্রেণ্ডস ফোরামের উপদেষ্টা ক্রিড়া সংগঠক জহির উদ্দিন, টেলিভিশন রিপোটার্স ইউনিটি নোয়াখালীর যুগ্ম সম্পাদক জামাল হোসেন বিষাদ, নোয়াখালী সমিতি কুয়েত’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাহাব উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব কামাল হোসেন মাসুদ।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
