গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ভারি বর্ষনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধা দেখা দেয়। রাতের ভারি বর্ষনের কারনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য খামারের বেড়িবাধ ভেঙ্গে যায়। এতে নোবিপ্রবি’র নিজস্ব খামার সহ আশপাশের আরো অন্তত ৮টি মৎস্য খামার ও ২০ একর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়।
স্থানীরা জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে হঠাৎ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য খামারের বেড়িবাধ ভেঙ্গে গেলে মুহুর্তের মধ্যে আশপাশের আরো খামার ও জমির ফসলী জমিগুলি ৪ ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে করে খামারগুলির কয়েক লাখ টাকার মাছ ভেসে যায়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মো: মমিনুল হক জানান, এ বছর স্থানীয় সংসদ সদস্য ও সদর উপজেলা পরিষদের মাধ্যমে বিশেষ বরাদ্দ দিয়ে ৩৪ একরের এ বেড়িবাধটি তৈরি করে দেন। এখানকার মৎস্য খামরে বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের শিক্ষার্থীদের প্রায়গিক চর্চার ব্যবস্থা করা হয়েছিল। ভেঙ্গে যাওয়া বেড়িবাধটি সাময়িকভাবে মেরামতের ব্যবস্থা হচ্ছে বলে তিনি জানান।
এদিকে নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রহমান জানান, বেড়িবাধটি ভেরঙ্গ যাওয়ার কারনে অতিরিক্ত পানি ডুকে স্থানীয় খামারী ও কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।

প্রধান পাতা
চলতি সংবাদ
নোয়াখালীতে ভারি বর্ষন নোবিপ্রবির বেড়িবাধ ভেঙ্গে মৎস্য খামার ও ফসলের ব্যাপক ক্ষতি
নোয়াখালীতে ভারি বর্ষন নোবিপ্রবির বেড়িবাধ ভেঙ্গে মৎস্য খামার ও ফসলের ব্যাপক ক্ষতি
- ফেসবুক মন্তব্য