
দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে গতকাল শনিবার নোয়াখালীতে সমাবেশ ও মানববব্ধন কর্মসূচী পালিত হয়।
“সবাই মিলে তুলি আওয়াজ, চাই দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ” সম্বলিত ব্যানার নিয়ে সকাল ১০ টায় জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের সামনে ভূমিহীন কৃষক-কৃষাণী, তৃণমূল সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এনআরডিএস ও পিপলস ফোরাম অন এমডিজি’স আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন এনআরডিএস এর প্রশাসনিক কর্মকর্তা অমল কৃষ্ণ অধিকারী, কৃষক নেতা বেচু মিয়া, মফিজ উল্যাহ, এডভোকেট গোলাম আকবর, এডভোকেট কল্পনা রাণী। এরপর ঘন্টাব্যাপী মানববন্ধন রচনা করা হয়। এ সময় উদিচী শিল্পী গোষ্ঠি গণসংগীত পরিবেশন করে।