
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে নোয়াখালীতে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
জেলা শহরের প্রধান সড়কে বেলা ১১টা থেকে সেক্টর কমাণ্ডারস ফোরাম আয়োজিত ঘন্টব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সেক্টর কমাণ্ডারস ফোরামের জেলা সমন্বয়ক এমরান মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোজাম্মেল হক মিলন, জিএস কাশেম, এডভোকেট মোল্লা হাবিবুর রাসুল মামুন, দেলোয়ার হোসেন মিন্টু, এমদাদ হোসেন কৌশর, নাইম উদ্দিন আহমেদ।
বক্তগণ যুদ্ধাপরাধীদের বিচারের কাজ দ্রুত সম্পন্ন ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।