সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চ বৃহস্পতিবার নোয়াখালীতে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। জেলা শহর মাইজদীর প্রধান সড়কে বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে মুক্তিযোদ্ধা সংসদদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদদ জেলা ইউনিট কমাণ্ডার মোজাম্মেল হক মিলন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রাসুল মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের এডভোকেট এমদাদ হোসেন কৌশর।বক্তাগন মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততর করা, ধর্মনির্ভর রাজনীতি নিষিদ্ধ করা এবং জঙ্গিবাদীদের অর্থের উৎস বন্ধ ও তাদের মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানান।