নোয়াখালীর চৌমুহনী সরকারি এস এ কলেজে বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ আগামী ১১ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা করে। আহতদের মধ্যে ইমন (২৪), খোরশেদ (২৩) আনিছ (২২), আজিজ (২০), জনি (২০), আজিম (২০) ও সজিবকে (১৮) বেগমগঞ্জ সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২ টার দিকে একাদ্বশ প্রথম বর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগ একটি মিছিল বের করে। এরপর পরই ছাত্রদলও নবাগত ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে মিছিল বের করে। এসময় ছাত্রলীগ কর্মীরা তাদেরকে প্রথমে মিছিলে বাধা প্রদান করে। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দ’ুপক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের মোট ১২ জন আহত হয়।
কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন চৌধুরী অভিযোগ করেনÑ তাঁরা শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করেন। কিন্তু ছাত্রদল কর্মীদের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর শ্লোগানের প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীরা হামলা চালিয়ে ছাত্রলীগের৭-৮ জন কর্মীকে আহত করে।
বেগমগঞ্জ থানার ওসি আবদুর রব জানান, ছাত্রদলের আপত্তিকর শ্লোগানকে কেন্দ্র করেই ঘটনার সুত্রপাত। এসময় ইটের আঘাতে দুই পক্ষেরই কয়েকজন আহত হয়।
কলেজের অধ্যক্ষ কুজ্ঞলাল কর্মকার জানান- উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার কথা চিন্তা করে কর্তৃপক্ষ আগামী ১১ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা করেছে।
মতামত
হা বী ব ই ম ন
থমকে গেলো সজীব!
‘কেমন আছেন দাদা?
আমি ভালে। তুমি কেমন আছো?
এইরকম অনেক কথা বলা হতো। প্রথম দিকে ওর সাথে কাজের কথা কম হতো। পরিচয়ের সূত্রটা ততোটা গাঢ় ছিল না। হাই-হ্যালোর মধ্যেমফ সীমাবদ্ধ ছিলাম। ধীরে ধীরে ওর সাথে আমার বেশ ঘনিষ্ট হতে থাকলো। সবসময় ও আমাকে শ্রদ্ধা করতো। এ শ্রদ্ধা আমার জীবনের মূল্যবান সম্পদ। ধীরে ধীরে তার সাথে কাজের কথাও হতো। সেসবের মধ্যে ছিল তার স্বপ্নের কথা। তার তারুণ্যেও কথা। তার ইচ্ছার কথা। সবকিছু পাল্টেয়ে দেয়ার রূপকল্প ওর মধ্যে দেখতাম। ঝুঁকির নেয়ার অদম্য সাহস ওর মধ্যে আমি দেখেছি।
থমকে গেলো সজীব!
‘কেমন আছেন দাদা?
আমি ভালে। তুমি কেমন আছো?
এইরকম অনেক কথা বলা হতো। প্রথম দিকে ওর সাথে কাজের কথা কম হতো। পরিচয়ের সূত্রটা ততোটা গাঢ় ছিল না। হাই-হ্যালোর মধ্যেমফ সীমাবদ্ধ ছিলাম। ধীরে ধীরে ওর সাথে আমার বেশ ঘনিষ্ট হতে থাকলো। সবসময় ও আমাকে শ্রদ্ধা করতো। এ শ্রদ্ধা আমার জীবনের মূল্যবান সম্পদ। ধীরে ধীরে তার সাথে কাজের কথাও হতো। সেসবের মধ্যে ছিল তার স্বপ্নের কথা। তার তারুণ্যেও কথা। তার ইচ্ছার কথা। সবকিছু পাল্টেয়ে দেয়ার রূপকল্প ওর মধ্যে দেখতাম। ঝুঁকির নেয়ার অদম্য সাহস ওর মধ্যে আমি দেখেছি।

মতামত
নোয়াখালী বিভাগ চাই
আবদুল্লাহ আল মামুনবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৮২১ সালে সৃষ্ট অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম‘নোয়াখালী’। এ জেলায় জন্মেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সেনানী বীরশ্রেষ্ঠ রহুল আমিনসহ অনেক ব্যক্তিত্ব, যাঁরা নিজ কর্মে কীর্তিমান।
বৃহত্তর জেলা সিলেট ও বরিশাল এবং রংপুর বিভাগ হলেও প্রাচীন এই জেলাটিএখনও বিভাগ হয়নি। বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক।
[বিস্তারিত]

প্রধান পাতা
চলতি সংবাদ
১১ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা - চৌমুহনী সরকারি কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১২
১১ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা - চৌমুহনী সরকারি কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১২
- ফেসবুক মন্তব্য