মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও সঠিক ইতিহাস সংরক্ষণ এবং আগামি প্রজন্মকে বাঙ্গালীর মহান আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে সম্প্রতি নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষক, কবি, সাংবাদিক, সংস্কৃতিক কর্মী, ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ও কবি জামাল হোসেন বিষাদ । সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সদস্য সচিব কামাল হোসেন মাসুদের সঞ্চালনায় আলোচনায় নোয়াখালী সরকারি কলেজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী প্রোগ্রামার সাইফ মো. জুলকার নাঈন চৌধুরী, সামাজিক জ্ঞান চর্চা কেন্দ্র ই-ভিলেজের পরিচালক দিদারুল আলম, জাতীয় কবিতা পরিষদ, নোয়াখালীর সহ-সভাপতি কবি ফয়জুল ইসলাম জাহান, কবি প্রণব আচার্য্য, স্কাউটার আহম্মদ হোসেন ধনু আলোচনা করেন। আলোচনা শেষে কামাল হোসেন মাসুদকে সমন্বয়ক, সাইফ মো. জুলকার নাঈন ও আবদুল আজিজ পুলককে যুগ্ম সমন্বয়ক করে উত্তরাধিকার নোয়াখালী-৭১’র ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়।
সমন্বয় কমিটির সদস্যরা হলেন, জামাল হোসেন বিষাদ, আবু নাছের মঞ্জু, শামীমা আরজু, দিদারুল আলম, ফয়জুল ইসলাম জাহান, প্রণব আচার্য্য, আহম্মদ হোসেন ধনু, খন্দকার বেলাল, একেএম আফসার উদ্দিন, নাদিরা সুলতানা, মোবারক হোসেন পাবেল, মো. তৌহিদ, মাজেদ আলম মনু, আরিফ হোসেন রাসেল।
মতামত
হা বী ব ই ম ন
রোহিঙ্গাদের হাতে নষ্ট হবে নোয়াখালী!
ছোট্ট একখান শহর। এক রাস্তার শহর। শুনশান-শান্ত একটি শহর। সেই শহরের ছোট্ট একটি ছেলে আমি। যদি এ জীবনে ভালো কিছু অর্জন করতে পারি, এ শহরের মানুষগুলোর কাছে থেকে এ শিখেছি। আজ প্রয়োজনে অপ্রয়োজনে, বাস্তবতা-অবাস্তবতায় এ শহর থেকে অনেক দূরে এসেছি। কল্পনায়-আবেগে এখনো মন পড়ে থাকে এ শহরের দিকে। ছটফট করি কখন বাড়ি যাবো, কখন এ প্রিয় শহরে দাপিয়ে বেড়াবো, প্রিয় মুখগুলো শ্রীদর্শন হবে, অপেক্ষায় থাকি।
[বিস্তারিত]

মতামত
নোয়াখালী বিভাগ চাই
আবদুল্লাহ আল মামুনবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৮২১ সালে সৃষ্ট অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম‘নোয়াখালী’। এ জেলায় জন্মেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সেনানী বীরশ্রেষ্ঠ রহুল আমিনসহ অনেক ব্যক্তিত্ব, যাঁরা নিজ কর্মে কীর্তিমান।
বৃহত্তর জেলা সিলেট ও বরিশাল এবং রংপুর বিভাগ হলেও প্রাচীন এই জেলাটিএখনও বিভাগ হয়নি। বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক।
[বিস্তারিত]
