
নোয়াখালীতে জেলা একাডেমীর শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন সুবিধা বঞ্চিত শিশুর মধ্যে পোশাকসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সেই সাথে শিশুদের মাঝে মৌসুমী ফলও বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে ৪ জুলাই রবিবার জেলা শিশু একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ফৌজিয়া সুলতানা, জেলা ক্রীড়া কর্মকর্তা সুধীর কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ স্কাউটস নোয়াখালী জেলার কোষাধ্যক্ষ প্রফুল্ল কুমার পাল, এনআরডিএস কর্মসূচী সমন্বয়কারী শহীদুল ইসলাম মুকুল।

উল্লেখ্য, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিশু একাডেমী বিনামূল্যে শিক্ষা উপকরণ দেয়া সহ প্রাক প্রাথমিক পর্যায়ের শিক্ষাদান কর্মসূচী পরিচালনা করে থাকে।