নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর, মুছাপুর ও চরপার্বতী ইউনিয়নে চলতি মাসে ব্যাপক হারে সিরিজ ডাকাতির ঘটনা ঘটার কারনে রবিবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভায় এ নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেন কমিটি। চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বন্ধের জন্য সকল ইউনিয়ন পরিষদে সর্বদলীয় আইন শৃংখলা সভায় উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, চেয়ারম্যান আবু ছায়েদ, নুরুল আলম শিকদার, সফিকুর রহমান সোহাগ, আনছানর উল্যা, নুরুল আমিন, আবদুল খালেক, নুর আলম, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার তোহা, যুগান্তরের প্রতিনিধি মোঃ জাফর উল্যাহ প্রমূখ।
মতামত
হা বী ব ই ম ন
রোহিঙ্গাদের হাতে নষ্ট হবে নোয়াখালী!
ছোট্ট একখান শহর। এক রাস্তার শহর। শুনশান-শান্ত একটি শহর। সেই শহরের ছোট্ট একটি ছেলে আমি। যদি এ জীবনে ভালো কিছু অর্জন করতে পারি, এ শহরের মানুষগুলোর কাছে থেকে এ শিখেছি। আজ প্রয়োজনে অপ্রয়োজনে, বাস্তবতা-অবাস্তবতায় এ শহর থেকে অনেক দূরে এসেছি। কল্পনায়-আবেগে এখনো মন পড়ে থাকে এ শহরের দিকে। ছটফট করি কখন বাড়ি যাবো, কখন এ প্রিয় শহরে দাপিয়ে বেড়াবো, প্রিয় মুখগুলো শ্রীদর্শন হবে, অপেক্ষায় থাকি।
[বিস্তারিত]

মতামত
নোয়াখালী বিভাগ চাই
আবদুল্লাহ আল মামুনবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৮২১ সালে সৃষ্ট অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম‘নোয়াখালী’। এ জেলায় জন্মেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সেনানী বীরশ্রেষ্ঠ রহুল আমিনসহ অনেক ব্যক্তিত্ব, যাঁরা নিজ কর্মে কীর্তিমান।
বৃহত্তর জেলা সিলেট ও বরিশাল এবং রংপুর বিভাগ হলেও প্রাচীন এই জেলাটিএখনও বিভাগ হয়নি। বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক।
[বিস্তারিত]
