- মোঃ শরফুদ্দিন শাহীন
মতামত
হা বী ব ই ম ন
রোহিঙ্গাদের হাতে নষ্ট হবে নোয়াখালী!
ছোট্ট একখান শহর। এক রাস্তার শহর। শুনশান-শান্ত একটি শহর। সেই শহরের ছোট্ট একটি ছেলে আমি। যদি এ জীবনে ভালো কিছু অর্জন করতে পারি, এ শহরের মানুষগুলোর কাছে থেকে এ শিখেছি। আজ প্রয়োজনে অপ্রয়োজনে, বাস্তবতা-অবাস্তবতায় এ শহর থেকে অনেক দূরে এসেছি। কল্পনায়-আবেগে এখনো মন পড়ে থাকে এ শহরের দিকে। ছটফট করি কখন বাড়ি যাবো, কখন এ প্রিয় শহরে দাপিয়ে বেড়াবো, প্রিয় মুখগুলো শ্রীদর্শন হবে, অপেক্ষায় থাকি।
[বিস্তারিত]

মতামত
নোয়াখালী বিভাগ চাই
আবদুল্লাহ আল মামুনবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৮২১ সালে সৃষ্ট অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম‘নোয়াখালী’। এ জেলায় জন্মেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সেনানী বীরশ্রেষ্ঠ রহুল আমিনসহ অনেক ব্যক্তিত্ব, যাঁরা নিজ কর্মে কীর্তিমান।
বৃহত্তর জেলা সিলেট ও বরিশাল এবং রংপুর বিভাগ হলেও প্রাচীন এই জেলাটিএখনও বিভাগ হয়নি। বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক।
[বিস্তারিত]

কোম্পানীগঞ্জে হরতাল পালিত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত হয়েছে। সকাল থেকে দূর পাল্লার যানবাহন টার্মিনাল হতে চলাচলা বন্ধ ছিল। বেলা ১২টার দিকে বসুরহাট জিরো পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা সমবেত হলে পুলিশ তাদেরকে তাড়িয়ে দেয়। সরকারী, বে-সরকারী অফিস, ব্যাংকভীমা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকনপাট খোলা ছিল। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি ছিল কম। যানবাহন চলাচলা না করায় যাত্রীদের দূর্ভোগ পোয়াতে হয়েছে। ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন স্পটে অবস্থান করেছিল। পুলিশ টহলে থাকায় বিএনপির নেতাকর্মীরা পিকেটিং করতে পারেনি।
- ফেসবুক মন্তব্য