নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় শনিবার রাত সাড়ে ৮টায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার খেলা চলাকালীন সময়ে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্দ ক্রীড়ামোদিরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। আবাসিক প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, রাত সাড়ে ৮টার শতাধিক লোক বিদ্যুৎ অফিসে হামলা করে অফিসের জানালার গ্লাস, বিদ্যুৎ অফিসের গাড়ী, মই, ১টি মোটর সাইকেল ভাংচুর করে।
এসময় বিদ্যুৎ অফিসের গাড়ীতে থাকা হট স্টীকসহ ব্যাবহারী জিনিসপত্র নিয়ে যায়। বিক্ষুব্দ ক্রীড়া মোদিদের হামলার সময় অফিসের কর্মচারীরা পালিয়ে আত্বরক্ষা করে। এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী গোলাম কিবরিয়া বাদি থানায় ১টি জিডি করেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
