
প্রকৃত ভূমিহীনদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে খাসজমি বন্দোবস্তের দাবিতে বুধবার নোয়াখালীতে রালি, মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়া হয়। খাসজমিতে ভূমিহীন মানুষের মালিকানা নিশ্চিতকর ও সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে সকাল ১০টায় র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রানের আসাদুজ্জামান কাজল, নাছিমা আক্তার মুন্নী, আজগর আলী আরজু, ফজলুল হক সুমন।
বক্তরা নোয়াখালীর সকল খাসজমি অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের মধ্যে বন্টনের ব্যবস্থা করার দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে তরুণদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দেয়া হয়।
দেশব্যাপী তারুণ্যের কৃষি সপ্তাহ উপলক্ষ্যে পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক ও সিএসআরএল যৌথভাবে এ আয়োজন করে।