
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরহাজারী ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা সোমবার সকালে উপজেলা ভবনের সামনে ১০দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করে। ১০ দফা দাবীতে সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে শিথ্যাচার, কারণে অকারণে শিক্ষকদের বেতন বন্ধ, বর্তমান স্কুল পরিচালনা কমিটি ভেঙ্গে পুনঃগঠন, বোর্ডের প্যার্টার্ন অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের পড়া-লেখার ব্যাগত গঠলে দায়ী কমিটিকে নিতে হবে, স্কুলের শিক্ষকদেরকে অসৌভন আচরণ করা, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ক্রীড়া বিনদনে অংশগ্রহণে সুযোগ দেয়া, কোষাদক্ষ্য মোস্তাফিজুর রহমানকে অপসারণের দাবী, জরুরী ভিত্তিতে স্কুল এমপিও ভুক্তের দাবী, ৩দিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের দাবী।
মানব বন্ধন কর্মসূচী শেষে শিক্ষার্থীরা ১০দফা দাবী একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর প্রদান করে।