নোয়াখালীতে প্রথমবারের মতো বড় পর্দায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলা প্রদর্শন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে গণস্বাক্ষরতা অভিযান ও স্থানীয় উন্নয়ন সংগঠন এনআরডিএস যৌথভভাবে এ আয়োজন করে। এরআগে "লক্ষ্য একটাইঃ সবার জন্য শিক্ষা" প্রচারাভিযান উপলক্ষ্যে সবার জন্য শিক্ষা দাবির সাথে একাত্মতা ঘোষণার জন্য আয়োজিত সংহতি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন আহম্মেদ চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোস্তাফিজুর রহমান, এনআরডিএস এর প্রধান নির্বাহী আব্দুল আউয়াল, সাংবাদিক বিজন সেন, মাহমুদুল হক ফয়েজ, জামাল হোসেন বিষাদ, শহীদুল ইসলাম মুকুল।
সমাবেশে আগত বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি ও শিশুরা প্লেকার্ড প্রদর্শন করে সবার জন্য শিক্ষা দাবির সাথে সংহতি প্রকাশ করেন।