দৈনিক আমারদেশ বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার নোয়াখালীতে সাংবাদিকরা মানববন্ধন, মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সকাল ১০টায় টাউন হলের মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। এরপর একটি মৌন মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কালেক্টরেট ভবন হয়ে নোয়াখালী প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক মেজবা উল হক মিঠু, মনিরুজ্জামান চৌধুরী, ফুয়াদ হোসেন, সাইফুল্লাহ কামরুল ।
বক্তাগন সাংবাদপত্র বন্ধকে স্বাধীন মতপ্রকাশ ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে অবিহিত করে অবিলম্বে দৈনিক আমারদেশ সহ বন্ধ সকল মিডিয়া চালুর দাবি জানান।