দৈনিক আমাদের সময়ের কোম্পানীগঞ্জ প্রতিনিধি সুভাষ চন্দের পিতা এবং সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার চন্দের মৃত্যুতে কোম্পানীগঞ্জে কর্মরত সকল দৈনিক পত্রিকার প্রতিনিধিরা কোম্পানীগঞ্জে প্রেসক্লাব ও কোম্পানীগঞ্জ সাংবাদিক সমিতির মাধ্যমে শোক শন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এক শোক বার্তায় তারা জানান, এ সহকারী প্রধান শিক্ষকের মৃত্যুতে উপজেলা হারালো এক নিবেদিত প্রাণ শিক্ষককে। যা এখন উপজেলার ছাত্র-ছাত্রীদের জন্য অপূরণীয় ক্ষতি। শোক বার্তায় মৃতের আত্মার শান্তি ও স্বর্গ সুখ কামনা করা হয়।
উল্লেখ্য, মৃত স্বপন কুমার চন্দ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার ধানমন্ডিস্থ গ্রীন লাইন হাসপাতালে প্রফেসর ডাঃ আবুল খায়ের ও ডাঃ মোয়ারফ হোসেনের অধীনে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও তিন নাতিসহ অসংখ্যা গুণাগ্রহী রেখে যান।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
