
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে বুধবার বিকেলে মাদক বিক্রেতা ও ২জন মাদক সেবনকারীকে এলাকবাসী আটক করে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে উপ-পুলিশ পরিদর্শক আকরাম উদ্দিন শেখ তাদেরকে বিদেশীমদসহ উদ্ধার করে থানা নিয়ে যায়। এরা হচ্ছে, মাদ বিক্রেতা বিবি জহুরা প্রকাশ পরানী (৪০), সেবনকারী আবদুস সাত্তার (৩২) ও পংকজ মজুমদার (২৬)। পুলিশ বাদী হয়ে থানায় মাদক দ্রব্য আইনে মামলা নিয়েছে।
বৃহস্পতিবার তাদেরকে নোয়াখালী জেলা জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। বিবি জহুরা এ নিয়ে দু’বার মাদকসহ গ্রেপ্তার হয়েছে। গত মার্চ মাসে সোনাগাজী থানায় বিদেশীমদসহ গ্রেপ্তার হলে ১মাস ৯দিন কারাভোগ করার পর জামিনে বেরিয়ে আসে। তার স্বামী আবু বক্কর ছিদ্দিকও গাঁজাসহ গ্রেপ্তার হয়। সে ৪মাস কারাভোগ করার পর জামিনে আসে।