ইভটিজিং প্রতিরোধে কার্যকর আইনের দাবিতে শনিবার সকালে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও এনআরডিএস’র উদ্যোগে মাইজদী টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে। মানববন্ধনে বন্ধুসভা, শুভসঙ্ঘ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভানেত্রী অধ্যাপিকা শিরিন আক্তার, সদস্য সচিব অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর ও এনআরডিএস’র প্রশাসন সমন্বয়কারী অমল কৃষ্ণ অধিকারী।