
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে শনিবার সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা সম্মেলন প্রস্তৃতি পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুধীর চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানাদাশ গুপ্ত।
বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক হিমাংশু ভূষণ বণিক, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, উত্তম কুমার চক্রবর্তী, অরবিন্দ ভৌমিক, শুকদেব নাথ তপন, ইন্দু নন্দন দত্ত, এডভোকেট গোবিন্দ চন্দ্র দাস, বিমল চন্দ মজুমদার, এডভোকেট শংকর ভৌমিক, মানিক মজুমদার, অজয় আচার্য্য প্রমূখ।