নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়র কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেল ৪টায় ডিবিএইচ গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা জাগো বামনী চ্যাম্পিয়ান হয়। ৭০ মিনিটের নির্ধারিত খেলায় জাগো বামনী দলের খেলোয়াড় ইকবাল (৭নং) ৫৩ মিনিটের মাথায় ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। শর্ত চেষ্টা করেও চরকাঁকড়া একাদশ জাগো বামনীর দেয়া গোল পরিশোধে করতে পারেনি। খেলার মাঠে প্রায় ৬০হাজার দর্শক এ গোল্ডকার্প ফুটবল ফাইনাল খেলা উপভোগ করে।
দু’দলের জাতীয় দলের খেলোয়াড ও নাইজেরিয়ান খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলায় দু’দলের খেলোয়াড়েরা প্রাণে প্রণে মাঠে লড়াই করেছে। খেলা শেষে বিজয়ীদের হাতে গোল্ডকার্প ট্রপি ও মানি প্রাইজ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ডিবিএইচ গ্রুফের চেয়ারম্যান কাজী এম এ করিম বেলাল, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, হাজী আবুল খায়ের, আবদুল খালেক ভুইয়া, হানিফ পাটোয়ারী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান বাদল, বসুরহাট দোকান মালিক সমিতির সভাপতি শামসের হোসেন হেলাল, সাহেব আলী চৌধুরী মঞ্জু, আনোয়ারুল হক মিন্টু, গোলাম ফারুক খোকন, গোলাম মর্তুজা কবির, গিয়াস উদ্দিন রিপন, মিল্টন, মিয়াসা প্রমূখ
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
