
মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নারী-পুরুষের সম সুযোগ, সম অধিকার, দিন বদলের অগ্রযাত্রায় উন্নয়নে অঙ্গিকারের শ্লোগানে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ মহিলা পরিষদের সহযোগীতায় সকল পেশার নারীর অংশ গ্রহণের মধ্যদিয়ে এক বর্ণাঢ্য র্যালি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যার মোহাম্মদ শাহাব উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা পারভীন রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রারাফী, উপজেলা আ‘লীগ সভাপতি খিজির হায়াত খান, চেয়ারম্যান মোঃ আবু ছায়েদ প্রমূখ।