মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামে সোমবার রাতে এক যুবককে সন্ত্রাসীরা জবাই করে হত্যার চেষ্টা করে। তাকে মমুর্ষ অবস্থায় বসুরহাট উপশম ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, আহত সোহেল (২৬) বসুরহাট হাসপাতাল গেইট নিউ মডেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কাজ করে। রাত ৮টার দিকে বসুরহাট থেকে বাড়ি ফেরার পথে হাবিবপুর গ্রামের নুর নবীর চৌধুরীর খামার সংলগ্ন রাস্তা দিয়ে যাবার সময় দুই জন সন্ত্রাসী তার গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে সোহেলের ঘাড়ের ওপর ছোরা চালিয়ে দেয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন বের হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে আশংকা জনক অবস্থায় বসুরহাট উপশম ক্লিনিকে ভর্তি করার পর তার ঘাড়ে ৮টি স্ট্রিচ দেয়া হয়। হাসপাতালের ডাক্তার আহত সোহেলকে আশংকা মুক্ত বলে জানায়। এ ব্যপারে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।