
মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মাকসুদ্হ্ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মাকসুদাহ্ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ সাঈদ অর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন বিশেষ অতিথি আরজুমান আরা পারভীন রুনু, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল কাদের মির্জা, বক্তব্য রাখেন মাকসুদাহ্ সাবেক প্রধান শিক্ষিকা জয়নুর নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, মাষ্টার আবুল বাশার। কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি হানিফ পাটওয়ারীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল কাদের মির্জা, বক্তব্য রাখেন, আব্দুল খালেক ভূঞা, মিজানুর রহমান বাদল, শামসের হোসেন হেলাল, সাহেব আলী চৌধুরী মঞ্জু প্রমুখ।