
ত্রিবার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে নোয়াখালী জেলা বিএনপি’র কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত এ কমিটিতে বিনা প্রতিদ্বন্ধীতায় সাবেক সংসদ সদস্য মোঃ শাহজাহান সভাপতি, পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ সাধারন সম্পাদক এবং আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার রাতে নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ কমিটির এ নাম সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পদকের নাম ঘোষনা করেন। এসময় তিনি নব নির্বাচিত ৩ কর্মকর্তাকে আগামী এক সপ্তাহের মধ্যে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অন্যান্যদের নাম চুড়ান্ত করার দায়িত্ব দেন।
জেলা বিএনপি’র আহবায়ক মোঃ শাহজাহানের সভাপতিত্বে এ সম্মেলনে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও যুবদলের সভাপতি বরকত উল্যাহ বুলু এমপি, বিরোধীদলীয় চীফ হুইফ জয়নাল আবেদীন ফারুক এমপি, যুগ্ন মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার ও কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন ওয়াসিম, ডাঃ মাজহারুল ইসলাম দোলন ও ডা: রেজাউল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।