মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা গেইট স্পোর্টস সোসাইটির উদ্যোগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১০ফাইনালে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় টু-ফ্লাওয়ার বসুরহাটকে ২-০ গেইমে হারিয়ে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটি এসোসিয়েশন (ফারিয়া) চ্যাম্পিয়ন হয়।
উক্ত ফাইনালে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) পক্ষে বাংলাদেশ রেঙ্কিং খেলোয়াড় জাবেদ ও হান্নান ও টু-ফ্লাওয়ার বসুরহাট এর পক্ষে ভারতের ত্রিপুরার খেলোয়াড জেম্স এবং বাংলাদেশ রেঙ্কিং খেলোয়াড় এনাম খেলায় অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে খেলা কমিটির পক্ষ থেকে ১০হাজার টাকা ও রানার্স আপ দলকে ৫হাজার টাকা দেওয়া হয। খেলায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ছালা উদ্দিন শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, ডাঃ মাহফুজুল হক, ডাঃ শওকত আল ইমরান ইমরোজ, ডাঃ জহির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি খিজির হায়াত খান, উপজেলা প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইস্কান্দার হায়দার বাবুল, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শাহআলম, সদস্য সচিব মোঃ শরফুদ্দিন শাহীন (সাংবাদিক), যুগ্ম-আহ্বায়ক মাইন উদ্দিন, শওকত আজিম জাবেদ, মোঃ রফিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি জায়েদল হক কচি, সেক্রটারী লুৎফুর রহমান মিন্টু, যুবলীগ নেতা রুমেল চৌধুরী প্রমূখ।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
