মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
সোনাগাজী থানার জলদস্যু বাহিনীর প্রধান গোলাম ছারওয়ার প্রকাশ ননাকে (৩০) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটার এলাকার জনতা গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। মঙ্গলবার সকালে সোনাগাজী থানার পুলিশ ননাকে কোম্পানীগঞ্জ থানা থেকে নিয়ে যায়। পুলিশ জানায়, ফেলীর সোনাগাজী থানার দক্ষিণ-পশ্চিম দরদরবেশ এলাকার মৃত শাহজাহানের ছেলে গোলাম ছারওয়ার প্রকাশ ননা জলদস্যু বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে সোনাগাজী, সন্দ্বীপ থানায় ডাকাতি, ধর্ষণসহ বহু মামলার ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ ও কোষ্টগার্ডের গ্রেপ্তারের ভয়ে কোম্পানীগঞ্জের দক্ষিণ মুছাপুর রেগুলেটর এলাকায় আত্বগোপন করে। স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোর্পদ করলে সংবাদ পেয়ে সোনাগাজী থানার এসআই আবদুল সহিদ মঙ্গলবার সকালে কোম্পানীগঞ্জ থানা থেকে তাকে নিয়ে যায়।
মতামত
হা বী ব ই ম ন
রোহিঙ্গাদের হাতে নষ্ট হবে নোয়াখালী!
ছোট্ট একখান শহর। এক রাস্তার শহর। শুনশান-শান্ত একটি শহর। সেই শহরের ছোট্ট একটি ছেলে আমি। যদি এ জীবনে ভালো কিছু অর্জন করতে পারি, এ শহরের মানুষগুলোর কাছে থেকে এ শিখেছি। আজ প্রয়োজনে অপ্রয়োজনে, বাস্তবতা-অবাস্তবতায় এ শহর থেকে অনেক দূরে এসেছি। কল্পনায়-আবেগে এখনো মন পড়ে থাকে এ শহরের দিকে। ছটফট করি কখন বাড়ি যাবো, কখন এ প্রিয় শহরে দাপিয়ে বেড়াবো, প্রিয় মুখগুলো শ্রীদর্শন হবে, অপেক্ষায় থাকি।
[বিস্তারিত]

মতামত
নোয়াখালী বিভাগ চাই
আবদুল্লাহ আল মামুনবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৮২১ সালে সৃষ্ট অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম‘নোয়াখালী’। এ জেলায় জন্মেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সেনানী বীরশ্রেষ্ঠ রহুল আমিনসহ অনেক ব্যক্তিত্ব, যাঁরা নিজ কর্মে কীর্তিমান।
বৃহত্তর জেলা সিলেট ও বরিশাল এবং রংপুর বিভাগ হলেও প্রাচীন এই জেলাটিএখনও বিভাগ হয়নি। বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক।
[বিস্তারিত]
