মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জলদস্যু বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী কামরুল হাসান টিপুর সেকেন্ড ইন কমান্ড কামরুজ্জান লিটনকে (২৮) পুলিশ সোমবার গভীর রাতে চিরনী অভিযানে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, দক্ষিণ মুছাপুর ৮নং ওয়ার্ডের মোকলেছুর রহমান সারেং বাড়ীর সৈয়দ আহম্মদের ছেলে কামরুজ্জামন লিটন জলদস্যু টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে সন্দ্বীপ, সোনাগাজী ও কোম্পানীগঞ্জ থানায় ৪/৫টি মামলা রয়েছে।
তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার সকালে আদালতে তাকে হাজির করা হবে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
