
মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলা প্রসাশনের উদ্যোগে শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম বিভাগে পক্ষকাল ব্যাপী মাদক বিরোধী প্রচারাভিযান শুরু। শনিবার বিকেলে বসুরহাট বাজারে বিভিন্ন সড়কে এক বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত) মোঃ মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান পারভিন রুনু, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, চেয়ারম্যান আবু ছায়েদ, নুরুল আলম, সাংবাদিক এ এইচ এম মান্নান মুন্না, কোম্পানীগঞ্জ থানা এসআই নুর হোসেন প্রমুখ। উক্ত মাদক বিরোধী প্রচারাভিযান ১৬ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী ১৫দিন ব্যাপী চলিবে। মাদক বিরোধী প্রচারাভিযানের উদ্যোক্তা ছিলেন, চট্টগ্রাম রেঞ্জ কমিশনার এমএএন ছিদ্দিক ও সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।