বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শনিবার নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ৬২তম মৃত্যু দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে গান্ধী আশ্রম ট্রাস্ট আলোচনা সভা ও সফল নারী কৃষি উদ্যোক্তাদের মধ্যে পুরষ্কার বিতরন করে । গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরীরর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জার্মাণী থেকে আগত মিজারিওরের এশিয়া অঞ্চলের প্রধান মিস ম্যানুয়েলা অট এবং মিসেস ম্যারিয়েম ফ্রস্ট, অস্ট্রেলিয়ার মিস জিন, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার, তৃণমূল জনসংগঠনের নেত্রী মমতাজ বেগম ।
বক্তাগণ মহাত্মা গান্ধীর স্বনির্ভরতার দর্শন, অহিংসা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দর্শনের উপর গুরুত্ব আরোপ করেন । আলোচনা সভার পর সফল নারী কৃষি উদ্যোক্তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় ।
অনুষ্ঠান শেষে বিদেশী প্রতিনিধি দল গান্ধী আশ্রম ট্রাস্ট পরিচালিত গ্রামীন উন্নয়ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং সংগঠিত হতদরিদ্র নারী পুরুষদের সংগে মত বিনিময় করেন এবং উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
