
মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার পুলিশ সোমবার বিকেলে চরহাজারী ১নং ওয়ার্ড থেকে মাদক সম্রাট আইয়ুব আলীর (৪০) ঘর থেকে ২৫০শ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মুনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে চরহাজারী ১নং ওয়ার্ড খেতাওয়ালার বাড়ীতে অভিযান চালাইলে আইয়ুব আলী ও তার স্ত্রী, সহযোগী ফেন্সি কুইন নাজু ও তার স্বামী সেলিম পুলিশের উপস্থিতি টের পেলে পালিয়ে যায়। পুলিশ তাদের ঘর থেকে ২৫০বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারী পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা নিয়েছে।