
মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পেশকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট এবং জেলা বিএমএ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএমএ সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের ডাঃ আবদুস সাত্তার ফরায়েজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বসুরহাট পৌর সভার সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মির্জা।
বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ছালা উদ্দিন, সাংবাদিক রফিক উল্যাহ চৌধুরী, পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী আহসান উল্যাহ বিকম, চরকাঁকড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী সফি উল্যাহ, আ’লীগ নেতা জাকের হোসেন জাহাঙ্গির প্রমূখ।