‘দেশ বদলের অঙ্গীকার, নেশা করব পরিহার; মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন’ এ শ্লোগান নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে পক্ষকালব্যাপী মাদক বিরোধী প্রচারণা শুরু হয়েছে। গতকাল সকালে শোভাযাত্রার মাধ্যদিয়ে প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল হক।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর ইউএনওসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শহীদ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয় মাঠে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।